রাষ্ট্র যদি ভালবেসে নাগরিককে দিতে না পারে নিরাপত্তা
তবে আদালতই তার কাছে ন্যায় ও অধিকারের শেষ ভরসা
শুধু মাথায় রাখলে হবে না ভালোবেসে খাতায় তুলতে হবে
না হলে বাজার থেকে হাঁস আনতে বললে বাঁশ হয়ে যাবে
সত্যকে ভালোবেসে সংসদে যথার্থ আলোচনা ও বিতর্ক হওয়া প্রয়োজন
নইলে বিষয়বস্তু সম্পর্কে অন্ধকারে থেকে যাবে জনগণ
আবার বিপরীতে আওয়াজ এবং পাল্টা আওয়াজই সম্বল
ব্যতিক্রম হলে গণতন্ত্র হয়ে পরে দুর্বল
গণতন্ত্র, সামরিকতন্ত্র, প্রজাতন্ত্র রাজতন্ত্র
কোনটি জ্বালা আর কোনটি ভালোবাসা মীমাংসা করতে না পেরে গড়িয়ে যায় যে বেলা
দেশের বিজ্ঞান সাহিত্য কিংবা দর্শনচর্চার ভবিষ্যৎ
সত্যকে ভালোবাসা ছাড়া অন্ধকার সেই জগৎ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা