নিশ্চিন্তে জীবের দেহ তব কি কারনে
জীবকে ভালোবাসা ছাড়া জীবের আর কি করার আছে
শুনিতে বাসনা মোর হয় বড় মনে
বলো তুমি ভালবেসে যা ঘটে অন্তর বাহিরে
ধনবান্ লোকে ভালোবাসে সুখ ভোগেতে
স্থূলকায় হয়ে থাকে দেখো এই ভবে
আশা-তৃষ্ণা এই সংসারে অনর্থের মূল
একমাত্র সত্যের প্রতি ভালোবাসা তা করতে পারে নির্মূল
নাহি যার পারাপার নাহি তার কূল
সত্যকে ভালো না বাসিলে হারাবে যে দু-কূল
মন তরী ঘুরিতেছে তৃষ্ণা বায়ু ভরে
কেমনে হইবে সুখ ভালবেসে সংসার পাথারে
দুঃখের নিবৃত্তি হলে ভালবেসে সুখ পাবে নিশ্চয়ই
সুখহীন এ সংসার যেন হে নিশ্চয়
দেহেতে আছে আত্মা সুখময় তিনি
অন্য সুখে নানা যত্ন করি তবুও ভালবেসে তাহে নাহি জানি
চৈতন্য লভিছে বিশ্ব যাহার কৃপায়
ভালোবেসে আমার চৈতন্য হয় না কেন উদয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা