মনের মনিকোঠায় যত ধন রত্ন আছে
ভালোবেসে কলম দিয়ে তা এঁকে দাও কাগজে,
অজানা আনন্দ ভান্ডার খুঁজে পেতে আগ্রহ যার
জ্ঞানকে ভালোবেসে পথচলা তার,
অন্যায়কে অন্যায় বলে শনাক্ত করা
ভালোবেসে জ্ঞানবল শিখিয়ে দিবে সেই ধারা,
গৃহপিঞ্জরকোকিলা যেমন বদ্ধ থাকে দেহে
তেমনি ভালোবেসে জ্ঞান থাকে অন্তর মাঝে,
জ্ঞানে আশ্চর্য এক সারল্য আছে
তাকে ভালোবাসলে ভনিতাহীন অকপটে সে তা স্বীকার করে,
ঘোড়াছাড়া ঘোড়ার গাড়ি দেখতে কেমন লাগে
জ্ঞান ছাড়া হলে মানুষ ভালো না বেসে তাকে কী নামে ডাকে?
জ্ঞানকে ভালোবেসে অনিমেষ নয়নে থাকো তুমি,
না কী টাইম পাস বলে শুধুই পাগলামি?
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা