ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক
তেমনি ভালো না বেসে সশব্দে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হোক
প্রয়োজনে মোবাইল ব্যবহার করা যেতেই পারে
কিন্তু অকারণে তার প্রতি ভালোবাসা নিজের ক্ষতি ডেকে আনে
ভালোবেসে ফোনে লাউডস্পিকারে যাঁরা কথা বলে তারা কী জানে
নিজের অজান্তেই শব্দদূষণের অন্যের ক্ষতি করে
সম্মানের একমাত্র মানদন্ড যে পুরস্কার নয়
সত্যকে ভালো না বাসলে সে কথা বুঝাও সম্ভব নয়
ভালোবেসে সম্মান পেয়ে মানুষ ধন্য হয়
না কি সম্মান অর্পণ করে সম্মানকারী ধন্য রয়
যিনি মানীর মান রাখতে জানেন তিনি কি ধন্য
না কি যিনি ভালোবেসে মান পেয়ে থাকেন তিনি ধন্য বলে গণ্য
সত্যকে ভালোবেসে কৃতি ব্যক্তির থাকে কি মান সম্মান
জীবৎকালেই হোক বা মরণোত্তর অর্পণে সেই সম্মান
ভালোবেসে মরণোত্তর সম্মান অর্পণে মানীর মান কি বাড়ে
নাকি সম্মানদাতা সম্মান দিয়ে প্রায়শ্চিত্ত করে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা