ক্ষুধা পেলে ভালবেসে খাবার ভালো লাগে
আর সৎকথা লাগে মনের অসুখ সারাতে
কোটি টাকার মালিক যারা
অর্থ দিয়ে ভালবাসা কিনতে চায় তারা
ভালবেসে জ্ঞানের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে
যেন সকলের কাছে তা ভালো লাগে
ভালোবেসে প্রাণ বাঁচাতে জল লাগে
জলকে আবার দেহ ধরে রাখে
অর্থছাড়া সংসার যেমন অর্থহীন
তেমনি ভালোবেসে অর্থের অর্থকে না পেলে রয়ে যাবে জ্ঞানহীন
দমকা হাওয়ায় দেহ ঘর যদি নড়েচড়ে উঠে
বন্দি পাখি ভালো না বেসে তখন খাঁচা ছাড়ে
কোন দমকা হাওয়ায় খাঁচার পাখি ভয় পেয়ে উঠে
জানতে ইচ্ছে হলো না একবারও সেই কথা ভালোবেসে
খাঁচায় বন্দি পাখি চলে গেলে বাঁচে
কেন পাখির এমন দশা হয় ভালোবাসার দেহ ছেড়ে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা