নায়কহীন সেনাও মুহূর্ত মাত্র শোভিত হয় না
তেমনি ভালোবেসে সত্যের অভাবে মানুষের মানস নেত্র ফুটে না
চন্দ্রসূর্যহীন আকাশ ও নায়কবিহীন রাজ্য দেখতে যেমন লাগে
তদ্রূপ জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকলে তাকে মনুষ্যত্বহীন মানব বলে
মানবগণ স্বদেহস্থিত পরমানন্দরূপী আত্মাকে বিদিত হইতে চাহিলে
তার সত্যকে ভালোবাসা ছাড়া ভিন্ন রাস্তা কি আছে
সত্য দ্বারাই আত্মার উদ্ধার হবে
আবার আত্মা দ্বারাই আত্মার অবসাদ ঘটে
জ্ঞানপূর্বক বা অজ্ঞানবশত যদি কোন অপরাধ করে থাকি
তবে শিথিল বন্ধনের ন্যায় ভালবেসে তা থেকে মুক্ত করার আবেদন রাখি।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা