পরান পাখি পরানে থেকে যদি দেয় ফাঁকি,
কেমন করে ভালোবাসা পাবো আমি?
যতদিন এই দেহে প্রাণ আছে,
ভাল না বেসে আশায় ধরে রেখেছে ;
তোমায় পেলে কষ্ট যদি হয় আমার ;
তাই ভাল না বেসে মায়ায় ভুলিয়ে রেখেছো আমায়,
ভালোবেসে তোমায় পেলে সৃষ্টি যদি যাই ভুলে
তাই আড়াল থেকে সব কিছু দেখে নিলে,
তোমার সৃষ্টি যদি ভালোবেসে মনে দাগ না কাটে;
তবে বৃষ্টির জল হয়ে ধুয়ে দিও, সকল কিছু মুছে যাবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা