মানুষকে ভালবেসে চেতনা তার চৈতন্য প্রকাশ করে
জাতি,সমাজ, রাজনীতির স্থান নেই সেখানে
সত্যকে ভালো না বেসে মানুষ যে নিরানন্দ হয়ে বেঁচে থাকে
আবার জ্ঞানকে ভালোবেসে আনন্দ নিয়ে চায় বেরোতে
ইতিহাসের বিবর্ণ নথিগুলো কখনো কখনো চমকে দিয়ে
ভালোবেসে ভবিষ্যতের ইশারা দেয় চোখে আঙ্গুল তুলে
মাটির বুকের উপর বয়ে চলে নদী যেমন
সত্যকে ভালোবেসে স্থান দাও অন্তরে তেমন
যে মন শান্ত হলে অনুভব হয় ঈশ্বর অনুভূতি
সত্যকে ভালবাসলে সেই মন শান্ত হবে আপনা আপনি।

সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা