বলি বলি করে হয়নি বলা
ভাল না বেসে বয়ে যায় যে বেলা,
বেলা যে বয়ে যায় কেমনে বুঝা যায় ;
ভাল না বেসে যদি সে দুকূল হারায়,
বেলা নিয়ে করো অবহেলা ;
জ্ঞানের প্রতি ভালোবাসা কী শুধুই ছেলেখেলা?
হেলায় সুযোগ যে না করে ভোগ
ভাল না বেসে তার কপালে আছে দুর্ভোগ,
কত বেলা যে বয়ে গেল ;
তবুও ভালোবাসার কথা মনে না এলো,
বেলা যদি যায় চলে;
ভালোবাসার সুযোগ হাতছাড়া হবে যে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা