কেউ আকারে কেউবা জ্ঞানে একবার ভেবে দেখো মনে
স্রষ্টা ছাড়া ভালোবেসে আর কেউ কি আছে তোমার সঙ্গে
প্রেমধারা দুই নেত্রে বহিতে বহিতে ক্রমে কাল হয় গত
আর সত্যকে ভালোবাসবো এই আশায় হই আমি মুগ্ধ
দগ্ধ বীজে যেমন অঙ্কুর নাহি হয়
তেমনি সত্যপ্রতি ভালোবাসা বিনা বৃথা সমুদয়
সংসারে যত ঘটনা হয় ভালোবেসে সকলই ঈশ্বরের খেলা
মরা বাঁচা ভালো-মন্দ সব তার লীলা
এক ধরনের মানুষ ভালোবাসে জাগতিক ঐশ্বর্যকে
আর আত্মিক সম্পদকে ফিরিয়ে দেয় অবহেলে
আর এক ধরনের মানুষ ভালোবাসে আত্মিক সম্পদকে
জাগতিক ভোগ সকল ফিরিয়ে দেয় মনের আনন্দে
ভুলেও ভুল করে ভুলবে না তুমি
সত্যকে ভালোবাসা ছাড়া জীবন যেন শূন্য মরুভূমি
ফুলের ঘ্রাণ ও সৌন্দর্যতা পেতে কোন কৃত্রিম কিছু নাহি লাগে
তেমনি মনের সৌন্দর্য ফুটে ওঠে তার সত্যকে ভালোবেসে।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা