বস্তিতে আগাছার মত বেড়ে ওঠা জীবন নিয়ে
ভালোবেসে হাততালি পাওয়া গেলেও তাতে পেট না ভরে
কেউ ভালোবেসে দামি জ্যাকেট আর কম্বলে শরীর ঢাকে
আবার কেউ বাধ্য হয়ে ছেঁড়া কাঁথা গায়ে ঠান্ডায় থরথরিয়ে কাঁপে
কামানের মত লেন্সওয়ালা ক্যামেরা ভালোবেসে যদি থাকে হাতে
ছবি যেরকমই তুলতে পারি কিন্তু সুখ পাই তাতে
মোবাইল ফোনকে ভালোবেসে নিজের প্রয়োজন অনুসারে ব্যবহার করব
নাকি দাসত্ব শিকার করে তার পায়ে নিজেকে সপে দিব
বিশ্বে প্রতিবছর যে পরিমাণ খাদ্যের উৎপাদন হয়
তার এক-তৃতীয়াংশ নষ্ট সেই কারণ কারো অজানা নয়
খাদ্যকে ভালো না বেসে যারা খাদ্যের অপচয় করে
অপচয় নামের মহামারী রোগে তারা যে ভোগে
ধর্মনিরপেক্ষতায় ধর্ম বাদ দিয়ে চলা কি নিরপেক্ষতা কয়
নাকি ভালবেসে সকল ধর্ম ও আচারকে সমান দৃষ্টিতে দেখার কথা কয়।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র-পত্রিকা,