বিদ্যার কমলাকান্তপদাম্বুজে যে ভক্তিভাব
ক্ষণভঙ্গুর সংসারে ভালোবেসে সেই ভাবেরই অভাব
আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার গতি
তাই ভালোবেসে আপনা আপনিই আপনাকে জ্ঞান দিতে হোক মতি
বাহ্য বস্তু আরণ্য ঔষধের ন্যায় পরও ভালোবেসে হিতকর বন্ধু হয়
আবার দেহজ ব্যাধিসদৃশ আত্মীয় গৃহস্থ বন্ধুও অহিতকর কয়
জীব ভালোবেসে যে যোনিতে গমন করুক না কেন
তাহাতেই সে সুখ অনুভব করে মনের মত
সত্যের তুল্য বন্ধু,  সত্যসদৃশী গতি
এবং ভালোবেসে সত্যসম পরিত্রাণের উপায় জানা আছে কী।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা