মিলছে না আর হিসেবের খাতা
যোগ বিয়োগ পূরণ ভাগ বৃথাই গেল হিসেব করা
হিসেবে পাকা ছিলাম বলে ছিল আমার অহংকার
তবে এখন তালগোল পাকিয়ে গেল কেন আবার
অক্ষরগুলো চোখের সামনে করে যখন নাচানাচি
তখন আমারই চারপাশে আমি দিকভ্রান্ত হয়ে ঘুরি
গোড়াতেই করেছি ভুল
এখনো তাই দিতে হচ্ছে সেই ভুলের মাসুল
ভেবেছিলাম তালগোল পাকিয়ে বোধহয় ভাল থাকা যায়
তাই আমার হিসেবের খাতায় এত গন্ডগোল দেখা যায়।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা