নীতি আর আদর্শকে করেছি আমি মুখের বুলি
কর্মে নয়  মুখেই যার শুধু স্থিতি
অপকর্ম করে যতক্ষণ না পরি ধরা
ততক্ষণ পর্যন্ত আমার মুখের গুলিই হবে সেরা
নীতি আর আদর্শ ধুয়ে পেট ভরে না আমার
নীতিতে খাদ না মেশালে পেটের অন্য সংস্থানে টান পড়ে আবার
দেহের ভরণপোষণে অন্ন মন গঠনে সত্য ধর্ম
তবে এখন আমার উচিত করা কোন কর্ম
দুমুঠো খাবারের চিন্তায় ভোর থেকে সন্ধ্যা নামে
সেখানে নীতি আদর্শ কচলে মন গঠনের সময় বের করতে মন আর সায় দেয় না ক্লান্ত দেহের কারণে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা