মহানিয়মশালী বর্ণ থাকে যে তপোবনে
আমি কেন চেষ্টা করি না সেই তপোধন অর্জনে
অনন্তর তপস্যারূপ অনলে যিনি অতি শুষ্ক কলেবর
তিনিই বাহ্যজ্ঞান শূন্য সেই যোগীবর
ভেক যেমন উল্লসিত হয় বৃষ্টিসংযোগে
তেমনি বর্ণের স্পর্শমাত্র ঋষির সেরূপ ভাবের উদয় হয় লীলাকমলে
যিনি শান্ত, সর্বজ্ঞ, সর্বগুণময় এবং জগতের আনন্দের নিদান
ভালোবাসে কোথায় গেলে পাওয়া যাবে তার অধিষ্ঠান
যিনি রূপে অসীম অথচ অরূপ
সেই রূপের বর্ণনা কি করতে পারে কোন স্বরূপ।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা