ভালোবাসার মায়া কেমন বদ্ধ করে রাখে
আবার ছেড়ে দিলে মনটা যেন খাঁ খাঁ করে ওঠে
ভালোবেসে ভালোবাসায় ভালোবাসার জ্ঞান বাড়ে
তবে তা ধরতে কেন এত সময় লাগে
ভালোবাসা কেমন পাখি কেমন করে উড়ে
দেখতে গেলে ডুবতে হবে হৃদমাঝারে
ভালোবাসা কয়না কথা হলে মন ভারি
সুখের ময়না মনের সুখে বলে ভালবাসি ভালবাসি
তোমার মতন ভালোবাসা আছে যার অন্তরে
জীবন যুদ্ধে দুঃখ থাকে না আর সেই দেহের মনে।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা