আমি বিষয় বিষে মত্ত
সেই বিষ পানে হবো আমি ক্ষান্ত
আর কত বিষ আছে ধরণীতে
সেই বিষ ঢেলে দাও আমার কণ্ঠে
সকল বিষ করবো আমি জীর্ণ
তুমি শুধু চেয়ে চেয়ে দেখো
বিষয় বিষ করেছে আমায় শান্ত
সেই বিষ পানে হয়েছি নীলকণ্ঠ
যত বিষ জমা আছে তোমার কাছে
আমায় শান্ত করতে ভালোবেসে তার সবটুকু চাই যে
প্রভু ভালোবেসে শুধু থাকে যেন তোমার স্মরণ
তবেই সকল মরণ তুচ্ছ করে তোমায় আমি করবো বরণ
তোমার বিষের জ্বালা হবে আমার গলার মালা
তবুও তুমি শান্ত থাকো শুধু হৃদয়ে যেন পাই সাড়া।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা