বিদ্যাকে ভালবেসে উচ্চ অধ্যাত্মজ্ঞান অর্জন কর
যা হবে তোমার জীবন সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য
সত্যকে ভালো না বেসে আধুনিক সভ্যতার যে নগ্নরূপ প্রকটিত হয়েছে
তা বর্তমানে বিশ্বব্যাপী অতি নৃশংস ও বীভৎস আকার ধারণ করেছে
আত্মমগ্ন দার্শনিক ভালবেসে করেন বিদ্যা চর্চা
আর জ্ঞান আহরণ করা তার জীবনের তপস্যা
জ্ঞানকে ভালোবেসে সত্যের সন্ধানে যার জীবন ব্যায়িত হয়েছে
গভীর জ্ঞানকে সম্বল করেই তার শেষ নিঃশ্বাস বহে
তীব্র জ্ঞানতৃষ্ণায় আছে বিশ্ব রহস্যকে ভেদ করার বাসনা
সেই জ্ঞান তৃষ্ণাই ভালোবেসে জ্ঞান অন্বেষণে রত করে ভাবিয়া চিন্তিয়া।


সংগ্রহ :  আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা