অজ্ঞানের কাদা ছোড়াছুড়ি খেলায়
আমার অংশগ্রহণের আছে কি দায়
তার সঙ্গে আমি কতটা মানিয়ে নিতে পারব
তা সময়ই বলে দিবে তুমি শুধু প্রস্তুত থেকো
অজ্ঞানের বিরুদ্ধে আমি কি প্রকাশ করব আপসহীন মনোভাব
নাকি আমার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই হবে স্বভাব
বীতশ্রদ্ধ হয়ে যদি ছাড়তে হয় এই যুদ্ধ
তবে জ্ঞানের আঙিনা থেকে বিদায় নিতে হবে চিরদিনের জন্য
জ্ঞানের পঙ্কিল রাস্তায় পাবে তুমি পথের দিশা
যদি সত্যকে ধরে রাখ তবে সেই দেখাবে যা ছিল তোমার মনের আশা
অজ্ঞানের সঙ্গে সরাসরি তুমি হও যদি যুক্ত
তবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা যথেষ্ট।

সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা