সত্যকে ভালবেসে সুখ সম্ভোগ দম্ভ হয় যেন দমন
আর এক মনে ন্যায়ের জয় হোক চিন্তন
যে অন্যায় করেছে তার সেই অন্যায়ের দায়
ভালো না বেসে তাকেই গ্রহণ করতে হয়
সেখানে জাত সম্প্রদায়ের কোন পরিচয়
বিধাতা তা দেখতে না চায়
যার যে ধর্ম ভালোবেসে সে সেই সত্য নিয়ে থাকো
যেমন করে ঈশ্বর,সন্ন্যাসী ও দরবেশকে সমভাবে আশ্রয়ে রাখো
যে জ্ঞান হবে শৌর্য ও বীর্যের প্রতীক
বেদ,কোরআন, বাইবেল, ত্রিপিটকে ভালোবেসে আছে সেই নির্দেশের দিক
ভালোবেসে মুখে বলি এটা বা ওটা সহনশীলতার ধর্ম
কিন্তু কার্যক্ষেত্রে দেখাতে কি পারি সেই কর্ম
যে ধর্ম ভালবেসে সকলকে গ্রহণ করতে শেখায়
তা আবার বর্জন করেই আমার মন সুখী হতে চায়।

সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা