জ্ঞানতীর্থ সর্ব তীর্থ বলে মানে লোকে
ভালোবেসে সেই তীর্থের অবস্থান মনের মানস সরোবরে
মনের মানুষকে ভালোবেসে যদি ফেলতে পারো চোখের জল
সে তো জল নয় সাধনার ফল
অহংকারের গয়না ভালোবেসে যদি গলায় শোভা পায়
সেই গয়না না ছাড়লে জ্ঞানের দেখা নাহি হয়
জ্ঞানের প্রতি অটল থাকে যদি তোমার মন
ভালবেসে সত্য পেতে লাগবে না বেশিক্ষণ
বীজ থেকে গাছ,গাছ থেকে ফল, আবার ফল থেকে বীজ
ভালবেসে চক্রাকারে ঘুরে সেই বীজ
ভালোবেসে পিতা-মাতা যে শক্তি বলে সন্তান আনে
তাকেও তো ভালোবেসে ভালোবাসার ফসল বলে মানে।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা