আমি জীবনটাকে ভালবাসি কি বাসি না বোঝা দায়
তবুও মনটা যেন কাকে ভালবাসতে চায়
দিন আনি দিন খাই
আর ভালবেসে তারই মাঝে সময় পার করতে চাই
হাজার দুঃখের মাঝে এও এক সুখ
একজনকে ভালোবেসে কেটে যায় সকল দুঃখ
দারিদ্র্যের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো
তার ভালবাসা ছাড়া এই ধন আমার হাতছাড়া হয়ে যেত
উচ্চশিক্ষার পাঠ নেওয়ার মতো বিদ্যাবল ছিল না আমার
তাই ভালোবেসে মন খুজে নেয় স্বল্প শিক্ষায় সন্তুষ্ট থাকার
বিদ্যা ভালবাসে অর্থবল না দারিদ্র্যের লাঞ্ছনা
ভালোবেসে এই কথা জানতে এখন আর মন যে চায় না
কত দামে কত টাকায় ভালোবেসে বিদ্যা পাওয়া যায়
এর মূল্য বুঝতে না পেরে আমার জীবন অস্তমিত হতে চেয়ে অন্তিম মুহূর্তের অপেক্ষায়।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা