মাটির মা আর গর্ভধারিনী মা
সন্তানকে ভালোবেসে কোন মায়ের অধিক ভাবনা
আমি ভালোবাসি বাড়ি,গাড়ি, নারী
তবে তারা রইবে না কেন আমার সাথী
চিনলাম না আমি সংসার আগুন
তাই ভালোবেসে করতে পারি না তার নিবারণ
সংসার আগুনে জ্বলে ভালোবেসে আমি হবো খাঁটি
তা না হয়ে সেই আগুনে পুড়ে মরি
সং সেজে সার তুলতে এসেছি এ ভবে
আর ভালোবেসে অসার নিয়ে নাচছি বাহু তুলে
ভেবেছিলাম সংসারজ্বালা  ভালবেসে কাবু করবো চোখের নিমেষে
এখন দেখি আমার অংশই পাই না দেখিতে
ভালোবেসে যত ধন করেছি আমি যতন
শেষ বেলায় বুঝতে পারি উহাই ছিল আমার পতনের কারণ।

সংগ্রহ :  আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা