জলৌকা সকল জলেই বাড়ে জলেই মরে
ভালোবেসে চিওশুদ্ধি হয় না বলে স্বর্গে যেতে নাহি পারে
বিষয়ে অত্যন্ত অনুরাগ-মানস-মল বলে ভাবে
আর বিষয়বৈরাগ্যই মনের নৈর্মল্য বলে কথিত আছে
চিত্ত অন্তরের জিনিস,তা দুষ্ট হইলে তীর্থ স্থানে হয় না শুদ্ধ
সত্যকে ভালোবাসার ছাড়া তার গতি হবে না বিশুদ্ধ  
দান, যোগ, তপস্যা,শৌচ, তীর্থসেবা এবং বেদজ্ঞান এই সমস্তই কী তীর্থ
নাকি সত্যকে ভালবেসে জিতেন্দ্রিয় মানবের নির্মল মনোভাবই তীর্থ
ভালোবেসে জ্ঞানময় জলে মানসতীর্থে যে ব্যক্তি স্নান করে
তার পরমাগতি কেউ আটকাতে না পারে।

সংগ্রহ :  আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা