বলতে পারো ভালোবেসে কে ক'ভরি লক্ষী হয়েছেন
আর ভালো না বেসে কেই বা ক'ছটাক বিশ্রী ওজন কমিয়েছেন
পাত্র যদি ভালোবেসে মনের মত পাত্রী খুঁজে নেয়
তবে দুর্জনের মুখে কেন বিপরীত কথা শোভা পায়
পিতা মাতা ভালোবেসে অল্প বয়সে সন্তানের বিয়ে দিলে
তার খেসারত পোহাতে হবে দুপক্ষকে
আবার ভালোবেসে অল্প বয়সে বিয়ে হলে
সুরক্ষার নামে বিপদ থাকে সম্মুখে দাঁড়িয়ে
স্বাধীনচেতা মানুষ হলে সকলের অগোচরে
ভালবেসে কেন তাকে পালিয়ে বিয়ে করতে হবে
মানুষ সত্যকে ভালোবাসে আবার সেই মানুষে মানুষ গড়ে তোলে
বিদ্যাকে ভালো না বেসে জ্ঞানের অভাব হয় যদি
তবে কুখ্যাত রুচি গড়ে ওঠে আপনা আপনি
জ্ঞান অপ্রতিদ্বন্দ্বীভাবে সকলের চেয়ে এগিয়ে
তাই ভালোবেসে প্রাণ খুলে বরণ করো তাকে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা