স্বপ্নভঙ্গের নিশ্চিত চেতনা যদি জন্মে থাকে মনে
তবে সকল বাধা পেরিয়ে সত্যকে ভালবাসতে পারবে
আধুনিকতা মানে কি সব প্রশ্নের চটজলদি উত্তর দেওয়া
নাকি সত্যকে ভালোবেসে নিশ্চিত উত্তর খুঁজে পাওয়া
মানুষ তার মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে চায়
ভালোবেসে সাহিত্যকে আঁকড়ে ধরে তাই বুক পেতে দেয়
মানুষ তার সত্তাকে যেন ভুলে না যায়
তাই ভালোবেসে বিচরণ করে সাহিত্যের নানা শাখায়
সত্তা কি? সত্তাকে বোঝার চেষ্টা করবোই বা কিভাবে?
বহু উত্তর থাকলেও একটি উত্তর জানা আছে তা হল সত্যকে ভালোবেসে
ভালোবেসে সত্তার শুরু বা শেষ বুঝতে গেলে
নিজেই হারিয়ে যাবে তারই মাঝে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা