সত্যকে ভালোবেসে দেহ অভিমান গেলে ঘুচে যায় ভেদাভেদ
তখন তিনি বুঝতে পারেন জীবাত্মার সাক্ষাতে পরমাত্মার অভেদ
বিষয়ের অনুরাগ যদি ক্ষীন হয়ে আসে
তবে জ্ঞানের প্রতি ভালোবাসা বর্ধিত হবে
সত্যকে ভালোবেসে ধ্যান-ধারণা যদি ক্রমে চিত্তশুদ্ধি হয়
ভক্তির অঙ্কুর হইবে হৃদয়ে উদয়
সত্যকে ভালো না বেসে "এ আমার হলো" এই অভিমান করে যারা
দেখহ স্নেহের খেলা, সকলি ঈশ্বর লীলা
যতনে রতন লয়ে হারাইয়া না যায় পাছে
ঈশ্বর স্মরণ ভিন্ন গতি নাই আর যদি সত্য কে ভালো না বাসে
যিনি সমাধিতে আছে মত্ত, নাহি জানে কোন তত্ত্ব
আপনাকে ভালোবেসে আপন জ্ঞান অবিদ্যায় বাড়ে ততো
দেহের সহিত দেহের অভিমানে জীব ভালবেসে মত্ত থাকে দেহ দেহী জ্ঞানে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা