সত্যকে ভালোবেসে তার বন্ধু ধর্মান্ধতা ছুড়ে ফেলে
বিজ্ঞানমনস্কতাকে সঙ্গে নিয়ে
এগিয়ে চলো সর্বোপরি উন্নত দেশ গড়ার পথে
বাস্তব-অবাস্তব নিয়ে ভেবে যারা আনন্দ পান
সত্যকে ভালো না বেসে তারা আনন্দটাকে একটু বাড়িয়ে নেন
সত্যকে ভালবেসে যারা এগিয়ে চলে
সমালোচক কোন বন্ধু তাকে আরও এগিয়ে রাখে
ভাগ্যের দোষেই হোক অথবা কর্মদোষে হতদরিদ্র মানুষ যারা আছে
বাজারের ব্যাগটাকে ভালো না বেসে কিন্তু ইলেকট্রিকের হাইটেনশন তার মনে করে
ভালোবেসে বাজারে যেতে হয় অপরাধীর মতো মাথা নিচু করে
পেট নরম সস্তা মাছের বাজার বসে যেখানে
আমি যে গন্ডগোলের ফেরিওয়ালা
ভালোবেসে আমায় যে ডাকবে তার হবে দফারফা
সত্যকে ভালো না বেসে পেটে ক্ষুধার আগুন নিয়ে সংসদে গাল গল্প চলে
তারই ঝরে ভালোবাসা না পেয়ে দরিদ্র আরও হতদরিদ্র হয়ে পড়ে
দেশে মন্দা ক্ষুধা দারিদ্র বরাবর অতিথিসম
তাই ভালোবেসে আপ্যায়নে ত্রুটি রাখতে চাই না কোন।

সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা