ভালোবেসে জগতমাতা গড়েছেন এ বিশ্ব
আর আমি জানিনা আমার নিজ তত্ত্ব ;
চরকা বুড়ি ভালোবেসে সুতো কাটে কোথায় বসে?
লোকগাঁথা লোককথায় তা পাবে খুঁজে ;
যে পঞ্চ উপাদানে প্রকৃতি গড়া,
তারা কিন্তু ভালোবেসে এক হয়ে গড়ে চলে নতুন প্রতিভা।


ভালোবেসে প্রকৃতি যদি শক্তি হয় পুরুষ তবে আধার,
পুরুষ শক্তি হলে প্রকৃতি হয় আকার ;
ভালোবেসে প্রকৃতি পুরুষের এমন খেলা,
জগৎ জুড়ে পাবে যে তার মেলা ;
প্রকৃতি ও পুরুষ ভালোবেসে, সারা বেলা থাকে মগ্ন;
ক্ষণকালের জন্য হয় না তাঁদের ধ্যানভঙ্গ,
শুধু পুরুষ বা শুধু নারী দিয়ে কী জগৎ সংসার চলে!
না কী ভালোবেসে দুই শক্তি এক হলে তবেই সৃষ্টি ঘটে,
অসম বিদ্যা, অসম বুদ্ধি, ঘটে যদি মনে,
ভালোবেসে জ্ঞানকে দেখতে পায় না, অবিদ্যাবলে ;
ঠিক হোক ;ভুল হোক;  যদি জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মে থাকে,
এ জীবনে জীবন থাকতে সেই ভাবনার যেন বদল না ঘটে।

নারী যদি না থাকে এই পৃথিবীতে,
পুরুষ তুমি ভালোবাসবে কাকে?
নারীর যদি এত শক্তি এত গুণ হয়,
ভালোবাসা না পেয়ে, নারী কেন অবহেলায় রয়?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা