জ্ঞানের আছে সর্ব বিষয়ে অব্যাহত শক্তি
তাই ভালোবেসে চিত্তে,বাক্যে ও কর্ণে থাক তাঁর প্রতি ভক্তি
আত্মাই মহৎ ধন, এই আত্মাই প্ৰিয় বন্ধু
আবার এই আত্মাই ভালোবেসে ধর্মার্থ কাম মোক্ষের হেতু
যাবৎকালে আত্মমঙ্গল বিরাজিত থাকে
তাবৎকালই ভালোবেসে মানবের জগত্রয় মঙ্গলময় লাগে
ভাগ্যানুসারে উদ্যম সর্বদাই ফলিত হইয়া থাকে
তাই জ্ঞান ভালোবেসে নিত্য উদ্যমের প্রশংসা করে
বিদ্যার চরণ কমলে মনো মধুকরকে নিহিত করিয়া
ভালোবেসে সময় কাটাও আনন্দে মাতিয়া।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা