অন্তরের ভালোবাসা অন্তরে থাকে
ভালোবেসে সেই ভাষা তুলে আনো দেহের বাইরে
অন্তরের ভালোবাসা কমে না কোনোদিন
সময়ের সাথে বৃদ্ধি পায় সেই ভাষা দিনকে দিন
অন্তরের অনুভূতির প্রকাশ যদি দিক হারিয়ে ফেলে
তবে ভালোবাসার সেই ভাষা হারিয়ে যাবে স্রোতের টানে
সত্য দিয়ে গড়ে তোলো অনুভূতির অন্তর
তবেই চিরস্থায়ী ভালোবাসা দেখা দিতে হবে তৎপর
দেহের ভালোবাসা পেতে দেহকে খুঁজে নিতে হয়
আর অন্তরের ভালোবাসা পেতে অন্তরকে করো আশ্রয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা