চোখ দিয়ে ভালবেসে যা দেখি সব সত্যি নয়
আবার অনেক কিছুই চোখ দেখতে পায় না একথাও মিথ্যে নয়
চোখ থাকলেই মানুষ ভালবেসে সব দেখতে পায় তাও নয়
আবার চোখ না থাকলেও মানুষ যদি কিছু দেখতে পায় সে কথাও মিথ্যে নয়
চোখ থাকলেই দেখার ক্ষমতা থাকবে তাও নয়,
আবার চোখ না থাকলেও দেখার ক্ষমতা হারায় বিষয়টি এরকমও নয়
চোখ থাকলেই মানুষ সব দেখতে পারবে তাও নয়
আবার চোখ না থাকলেও সব অদেখা থেকে গেল তাও নয়
এতসব জটিল দেখা দেখির ব্যাপারে আমার চোখ গেল হারিয়ে
তবে এখন আমার চোখ আছে কি নেই সে মীমাংসা কে করে দেবে


সংগ্রহ: আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্রপত্রিকা