মজাপুকুরে ঢিল ছুঁড়ে উঠে না জলের তরঙ্গ
বর্ণের স্বচ্ছতা না পেলে দেখা যায় না বর্ণের ঘনত্ব
অন্তকরণ মধ্যে যদি না ঘটে বৈধকার্যকলাপ
তবে সম্ভব নয় জাগ্রত করা আত্মাপরাধ
বর্ণ নানা সময়ে নানা মূর্তি ধরে
ভালোবেসে তোমার শুভাগমন অপেক্ষা করে
বর্ণের আশাতরু ভক্তিরূপ সলিলে হয় যদি সিক্ত
ধ্যানরূপ কুসুমে হয় তা ফলবান এটিই সত্য
বর্ণের করুনাকটাক্ষে তুমি পাও যদি যথোচিত সান্তনা
তবেই জীবের জীবরূপ দেহ ধন্য হয় বলে সর্বজনা।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা