ভালোবেসে যখন তুমি কাছে এসেছিলে
বুঝতে না দিয়ে কেন দূরে সরে গেলে
ভালোবাসা যদি গাড়ি হয় চালক তবে মানুষ
তাকে নিয়ে ছুটে চলে এ কোন ফানুস
ভালোবেসে মাথার ওপর কোন তারার ফুল
আবার ভালোবেসে কানে দোলাও কেন নক্ষত্রের দুল
ভালোবাসা তুমি কখন এলে জীবনে
বুঝতে না দিয়েই চলে গেলে অগোচরে
ভালোবাসার দোহাই তোমার আমায় ছেড়ে যেও না
জীবন থাকতে তোমার সনে আমি করবো না আর ছলনা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা