সত্যের প্রতি ভালোবাসা বলে জীবনের অন্ধকারাচ্ছন্ন দিকগুলি
আলোর রসে ছড়িয়ে আলোকোজ্জ্বল হয়ে উঠবে সে কথা না জানি
ভালোবেসে জ্ঞান বা সত্যের চিরন্তন ঐশ্বর্য ভান্ডারের সন্ধান পেলে
আমাদের মধ্যেকার অশুভ পাশবিক শক্তির অপমৃত্যু ঘটবে
প্রকৃত সত্য বা জ্ঞান ভালোবেসে আহরণ না হলে
হবে না নিজেকে চেনা চেনা সকলই রয়ে যাবে অচেনা
সত্যসার উপলব্ধি করাই জ্ঞানের একমাত্র লক্ষ্য
যেন ভালোবেসে দূর হয় পরস্পরের মধ্যকার অবিশ্বাস ও দ্বন্দ্ব
মনের অন্ধকারাচ্ছন্ন গলিপথ যদি আলোকিত করতে চাও
তবে ভালবেসে জ্ঞানের উজ্জ্বল আলোকে তাকে রাঙিয়ে দাও।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা