জ্ঞানের স্থির বা কেন্দ্র বিন্দু যদি না হয় নির্ধারণ
তবে দ্রুত, ধীর, সরল, বক্র, সম, অসম ইত্যাদি নানা ভাবের অবস্থানের ধরতে পারব না সঠিক পরিবর্তন
জ্ঞানের স্থির ব কেন্দ্র বিন্দু নিয়ে আমরা হই যদি অচেতন
তবে তার সাপেক্ষে আমাদের অবস্থান নির্ণয়ে আসবে না চেতন
জ্ঞানের স্থির বিন্দু ধরা দেয় না প্রকৃতির মাঝে
ধরি বা মনে করি এই নিয়েই কারবার চলে এই বিশ্বে
যে জ্ঞান বিন্দুকে কেন্দ্র করে পুরো গ্যালাক্সটিই ছুটে চলছে
বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণ সেই জ্ঞান বিন্দুতে আছে লুকিয়ে
প্রসঙ্গ কাঠামোতে প্রসঙ্গ বিন্দু ধরি
আর সেখান থেকেই ধরাধরি করে চালাই অনুমানের গাড়ি।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা