ভুলের ভুলে জীবন গেল ভুল খুঁজে না পাই
কোন ভুলে শান্তি গেল তাও খুঁজি নাই
কেউ তো ভুল করেনা
তবে কোন ভুলে ভালোবেসে ভুল কেন আমায় ছাড়ে না
ভুল আমি করবো না বলে ভালোবেসে করেছি পণ
তবুও কেন ভুলের বশে কাটে এ জীবন
ভুল যখন করি বুঝতে পারি না আমি
এবার ভুল করেছি ভালোবেসে বুঝতে পেরে ভুল আমায় ছাড়তে হয়না রাজি
ভুল আমি করি না এই আত্মবিশ্বাস ছিল আমার
ভুল যখন ভাঙলো ভালো না বেসে আত্মবিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গেল
ভালোবেসে ভুলের পাহাড় গড়ে সুখ খুঁজি মনে
অন্ধ, গর্বিত, সম্রাট আমি সে চূড়ায় বসে
তোমার কাছে এসেছি আমি ভুল শুধরে নিতে
ভালোবেসে তুমি আমায় আবার কোন ভুল পথ দেখালে
যতই বলি ভুল করবো না আমি
অজ্ঞান অন্ধকার ভালোবেসে বলে তোমায় আমি ভালোবাসি
তোর মিথ্যে অহংকারে আমিই বাস করি
ভুলের ভুলে জীবন গড়ে আবার তাকেই বিনাশ করি
সাড়া জীবন ধরে ভালোবেসে যা কিছু ঠিক বলে জেনেছি আমি
মৃত্যুর ঘন্টা মনে করিয়ে দিলো সেই ভুলের পরিমান ছিল কতখানি।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা