আমরা ভালবেসে মুখ বুজে সয়ে যেতে পারি সব
নাকি ভয় দেখিয়ে আটকে রাখা হয় সেসব
ভালো লাগুক আর নাই লাগুক ভালোবেসে সইতে যদি না পারি
বলতে গেলে বন্ধুর মুখ হয়ে যায় ভারী
ভালোবেসে ভালোবাসা থাকবে না তোমার কাছে
যদি ন্যায় সঙ্গত উচিত কথা বেরিয়ে আসে মুখে
উচিত কথার বাজার এখন বড়ই মন্দা ভাই
মুখ ফস্কে বেরিয়ে গেলে খেসারত দিতে হবে নিজেকে তাই
ন্যায়ের পথে চলবো বলে শপথ যখন নেই
বাস্তবের সঙ্গে যার মিল খুঁজে না পাই
সৎকথা বলবো সুপথে চলবো এই ছিল অঙ্গীকার
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বধ্যভূমিতে সব হল অঙ্গার।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা