অভূতপূর্ব বাধাহীন পথে হেঁটে যাবো নির্ভয়ে
শুধু ভালোবেসে বিদ্যার সঙ্গ থাকে যদি সাথে
যে বিদ্যাধন পেলে ইহলোকের সমস্ত অজ্ঞান, হীন প্রবৃত্তি
রক্ত মাংসের কামনা বাসনা ভালো না বেসে মুছে যাবে অজ্ঞানতা আর মুর্খামি
এক পরিশুদ্ধ আত্মা নিয়ে ভালোবেসে প্রবেশ করতে পারব
সত্যের সেই অমৃত লোকে যা তুমি চেয়েছিলে
এমন অব্যর্থ ভাবে মিলিয়ে যাবে আমিত্বের লৌহ শৃঙ্খল
বহুর মধ্যে ভালোবেসে নিজের আত্মার পরিচয় করবে জ্বল জ্বল
বিদ্যাকে ভালবাসলে সহজ ভাবে মেনে নেওয়া যায় নিজের ক্ষুদ্রতা
কত অসম্পূর্ণ আমি, আমার প্রস্তুতি এখনও কতটা বাকি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা