ভালোবেসে দিবানিশি স্মরণ করি যার কথা ভেবে
আমার স্মরণে পাই না তাকে কাছে
মায়ার সংসারে মোহের সাগর পার হবে তুমি
যদি ভালোবেসে কাছে পাও তার হৃদয়খানি
সমন জ্বালা দিবে না তোমায় তাড়া
যদি ভালোবেসে বরফ শীতল স্থানে থাকে তোমার বাসা
অবুঝ মন ভাবলি না একবার
ভালোবাসা ছাড়া গতি নেই তোর বা আমার
কাঁচা মাটির দেহ ঘরে তোর বাসা শুনি
তবুও ভালোবেসে সেই বাসার লাগি তোর যত ছটফটানি
ভালোবেসে লাগাম ধর তুমি শক্ত হাতে
সেই মনই তোমাকে পৌঁছে দিবে নির্দিষ্ট গন্তব্যে
ভালোবেসে সুখের সুখী হতে পারে যে জনা
দুঃখের দুঃখ তার কিছু করিতে পারে না।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা