ব্রহ্মরূপী সত্য বারি দ্বারা
ভালোবেসে জ্ঞানকে নাও ধৌত করিয়া
জ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ডের অলংকার স্বরূপ
অখিল ভূষণসমূহ ভালোবেসে যাহার অঙ্গস্পর্শে সুশোভিত রূপ
ভালোবেসে সত্য চিন্তা করো যদি মনে
ততক্ষণাৎ অজ্ঞানরাশি তিরোহিত হয়ে চিত্তপ্রসাদ জন্মে
জীবগণ ভালোবেসে অন্তরে সত্যচিন্তা করিলে
ভবাগ্নির বিষম সন্তাপ হইতে নিস্তার পাইবে
মাত্র শারীরিক মলত্যাগে মানুষ কী নির্মল হয়
নাকি সত্যকে ভালোবেসে মনের মল দূর করিতে পারিলেই তাকে সুনির্মল কয়।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা