সত্য ভালোবেসে তার মায়াদ্বারা জগৎকে রেখেছে ঘিরে
তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে অজ্ঞানতাই আমার না প্রাপ্তির মূলে
জগতের অন্তরাত্মা এবং সর্বব্যাপী বিরাজ করেন যিনি
ভালোবাসায় প্রসন্ন হলে তার অদেয় আছে কী
ভালোবেসে সত্য আরাধনা করে যে
মুক্তিও তার অদূরবর্তীনি না হইবে
অবস্থান, গমন, স্বপ্ন, জাগরণ, শয়ন এবং উপবেশনে
সকল অবস্থাতেই জ্ঞানের প্রতি ভালোবাসা যেন অটুট থাকে
সত্যকে ভালোবেসে ক্ষণকাল সর্বস্বরূপ বোধ করিতে পারিলে
জগতে তার অসাধ্য আর কী কিছু থাকে
ভালোবেসে জ্ঞানাগ্নিতে যাহার হৃদয় সমর্পিত হইয়াছে
তাহার কী আর অন্য কিছুতে প্রয়োজন আছে
ভালোবেসে সকল পদার্থতেই যখন তন্ময়তা লাগে
তখনই তাহার মনোরথে পূর্ণতা আসে
ভালোবেসে আত্মলীলাক্রমে স্বরূপসম্পত্তি দ্বারা
তিনি বিশ্বম্ভর নাম ধারণ করেন জগৎ জুড়িয়া।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা