বিদ্যাকে ভালোবেসে বাস্তব সাহিত্য রচনায় হও যদি ব্রতী
দেখতে পাবে বাস্তবের অন্তরালে যত উপসর্গ আছে তারও অন্তরালে গভীর ব্যাধি
বিদ্যাকে ভালোবেসে দেশজ বেদ, পুরান, ভাগবত আর মহাকাব্যের উপাদান দিয়ে
এক ভিন্ন শিল্প নির্মাণ করো সাহিত্যে
বিদ্যাকে ভালোবেসে যে কৃষ্ণকৌতূকে মেতে আছো তুমি
সেই গুরুই পথ দেখাবে তোমায় তুমি হও তার সাথী
বিদ্যাকে ভালোবেসে প্রয়োজনীয় তথ্যটুকু রেখে
অপ্রয়োজনীয় অতিরিক্তটুকু বাদ দিলে ক্ষতি নেই তাতে
জ্ঞান তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলমান, উচ্চবিত্ত না মধ্যবিত্ত
কী খেতে বা কী কিনতে ভালোবাস জানতে পারলে রক্ষা হবে আমার স্বার্থ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা