কালেতে জগতে ঘটে সম্পদ বিপদ
আবার সত্যকে ভালোবেসে কালই রক্ষা করে যত সম্পদ
কালেতে লোকেতে হয় ধনের আস্পদ
আবার সত্যকে ভালো না বেসে কালই করে তা ধ্বংস
কালেতে জন্ম লয় নির্ধনের ঘরে
আবার সত্যকে ভালোবেসে পাবে তাকে ধনীর ঘরে
কালবশে জীব যত দেহত্যাগ করে
আবার সত্যকে ভালোবেসে জীব কালেই কর্ম যায় করে
কালবশে পুনঃ পুনঃ জনম মরণ
আবার সত্যকে ভালোবেসে কালেই হয় তার দেহ ধারণ
কালবশে সুখ দুঃখ দুর্গতি ঘটন
সত্যকে ভালোবেসে সেও নয় কী কালের নির্ধারণ
প্ৰিয় বা অপ্রিয় হয় কালের বশেতে
কাল ছাড়া সত্যকে জানা যায় কেমন করে।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা