নিজের অস্তিত্ব, সঙ্গ ও একাকিত্বকে নিজস্বীর মাধ্যমে তুলে ধরি
ঠিক যেন পুরুষ আর প্রকৃতির ভালোবাসা যেমনি
নিজস্বী দর্শনের ধারক বাহক প্রচারক অংশগ্রহণকারী মূল্যায়নকারী আমরাই
ঠিক যেন ভালোবেসে ঈশ্বর ও ঈশ্বরী খেলে পুরুষ ও প্রকৃতি রূপ ধরি
সত্যকে ভালোবেসে আমি দেখতে এসেছি, বুঝতে এসেছি, জানতে এসেছি
জ্ঞান আমার নেই অন্যের জ্ঞানে তাই ভরসা রেখে চলি
সত্য দৃষ্টি যার না আছে চক্ষু থাকিলেও তাকে অন্ধ বলে
সত্যকে ভালোবাসতে পারি না তাই অন্ধত্ব আমার ঘুচে না
পিতা মাতা সন্তানকে ভালোবাসে আবার দড়ি টানাটানিও চলে
কে নেবে সন্তানের সাফল্যের কৃতিত্ব আর ব্যর্থতার দায় কার হবে
সুখ নামের অস্তিত্ব যেখানে না পাবে
সেখানে পারবে কী ভালোবেসে সুখী হতে
অপ্রাপ্তি আর ব্যর্থতা সহ্য করে উপরে উঠা যায় সত্যকে ভালোবেসে
স্বপ্ন তোমার ভেঙে যাবে যদি সহ্য শক্তি কম থাকে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ,, পত্র পত্রিকা