নিঃস্বার্থভাবে যিনি অন্যের উপকার করেন
ভালোবেসে তাহাকেই সাধু বলতে পারেন
স্বার্থবুদ্ধিতে কেহ যদি করে উপকার  
কোনগুণে ভালোবেসে তারে সাধু বলা যায় আবার
সত্যকে ভালোবেসে যাহার হস্তদ্বয়, পদদ্বয় এবং মন সম্যক সংযত
তাহার সমস্ত ক্রিয়া নির্বিকারে হয় সম্পাদিত
'কা', 'কা' রবে ডাকলে কী আর সত্য পাওয়া যায়
তার প্রতি ভালোবাসা না জন্মালে সকলই অন্ধকারময়
চাটুকারগণ সমস্ত উপায় দ্বারা মনুষ্যকে
আয়ত্ত করিয়াই ভালোবেসে প্রবোধ প্রদান করে
সেরূপ স্থলে এরূপ পরিস্থিতি হলে
তার একমাত্র চিকিৎসা ভালোবেসে বাক্যালাপ যেন না করে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা