সত্য মিথ্যের দ্বন্দ্ব আছে চিরকাল
মিথ্যেকে ভালোবেসে আমার হয়েছে সত্যের আকাল
মিথ্যের মোহে সাজিয়েছি নিজেকে
মনেই পড়ে না সত্যকে ভুলে গেছি কবে
মিথ্যে মোহের বেড়াজালে নিজেকে রেখেছি লুকিয়ে
তাই সত্যের সন্ধান আমি পাব না কোনোকালে
মিথ্যের রূপ রস গন্ধ এত তীব্র
তাই সত্যের সাদামাটা চেহারাটা আমার এত অপছন্দ
সত্য কাকে বলে স্বীকার করতে ভুলে গেছি কবে
আমার শখের সাজানো বাগান গড়েছি মিথ্যের অন্ধকারে
সত্য কখনও দাবি করলো না আমি সত্য
কিন্ত মিথ্যের দাবি সব সময় উড়ে কেবল আমিই সত্য।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা