স্বপ্নের ঘোরে যা দেখেছি আমি
বাস্তব অবস্থা তার চেয়েও খানিকটা জটিল দেখি
হৃদয়ে বেশ খানিকটা জট পাকিয়েছে
সে জট খুলতে পারবো না তা আমি জানি
বিনা সুতোর জট খুলবো কেমনে
খুলতে হলে মাথার সন্ধান জানতে হবে আগে
সময় থাকতে স্বচ্ছতার সঙ্গে চাই আমি অবসর
তাই কৃতজ্ঞতার সঙ্গে তোমায় স্মরণ করছি বারবার
আমি যখন মরে যাব শববাহী গাড়িতে ড্রাইভারের পাশে
বসার মত একজন শ্মশানবন্ধুকেও পাব না আমার কর্মফল বলে
স্বার্থপরতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারলাম না এ জীবনে
বৃথাই গেল জন্ম আমার যাকে ভালোবাসার কথা ছিল তাকেই রইলাম ভুলে।
সংগ্রহ আদর্শলিপি ধর্মগ্রন্থ পত্র পত্রিকা