অনন্ত এ ব্রম্হান্ডে অন্তহীন মাঝে খুঁজে দেখ ভাই
জ্ঞানকে ভালোবেসে পাবে তুমি ধন রত্ন যা চাই
ও ভাই কী কষ্ট বলতে পারি না তোমাকে
জ্ঞানকে ভালোবেসে দুঃখ কষ্ট ভাল মন্দ একসাথে থাকে
সম্বোধন দুঃখ কষ্ট যা কিছু আছে তোমার
জ্ঞানকে ভালোবেসে তার ওপর ছেড়ে দিলে ভাবনা থাকবে না আর
অসাধু ব্যক্তির অশান্ত মনে অশান্তি যদি তাড়া করে
অদিনে অকথা অগভীর ক্ষতে জ্ঞানের আলো ভালোবেসে প্রলেপ দিতে পারে
সেই উল্লিখিত সম্মুখস্থ ওই লোকটা আমি দেখতে পাই না
আবার জ্ঞানকে ভালোবেসে তার অভাব ও বোধ করি না
বিপরীত মন্দ অনুচিত যা কিছু আছে
জ্ঞান নয়, অজ্ঞানকে ভালোবেসে মন যে মেতে আছে
ওই দেখ, ওই লোকটা আমাকে একটুও ভালোবাসে না
কারণ জ্ঞান কথা আমায় যে ছুঁতে পারে না
যার কাছে ঋণী হয়ে দেনায় নিয়েছি জন্ম
জ্ঞানকে ভালোবেসে অঋণী কর্মে ঋণ শুন্য করে করো ঋণ মুক্ত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা