বর্ণের ভালোবাসা সাদা কালো
না বর্ণত্বই যার পরিচয় একমাত্র
স্থূল, সূক্ষ্মরূপে বর্ণ দুই রূপ ধরে
দ্বন্দ্ব নিরসনে দুই রূপই জানতে হবে
বর্ণের ভালোবাসা মোহমুক্ত
ব্যতিক্রমে হবে তা মোহযুক্ত
মোহযুক্ত বর্ণে আছে কাঁটা
আর মোহমুক্ত বর্ণ কন্টকবিহীন কয় কথা
বর্ণ এক অন্তপথের যাত্রা
অনন্ত আকাশের যেমন নাম আছে তেমনি তার ভালোবাসা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা